ফেনীর করোনায় আক্রান্ত সরকারি কর্মকর্তা এখন সুস্থ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২০, ১২:২১

ফেনীর দাগনভুঞা উপজেলার করোনায় আক্রান্ত সরকারি কর্মকর্তা সুস্থ হয়েছেন। রবিবার রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে তৃতীয় দফায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই সরকারি কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৯ এপ্রিল রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর পৌর শহরে তার নিজ বাসায় রেখেই তাকে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। গত ১ মে দ্বিতীয় দফায় নমুনা পাঠানো হলে ৩ মে রিপোর্ট নেগেটিভ আসে। রবিবার রাতে আসা তৃতীয় দফা নমুনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এর আগে জেলায় করোনা আক্রান্ত আরও দুইজন সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিম জানান, সরকারি ওই কর্মকর্তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এরপরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে তাকে।

ঢাকাটাইমস/১১মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :