লোহাগড়ার করোনায় আক্রান্ত সকলেই এখন সুস্থ

প্রকাশ | ১১ মে ২০২০, ১৪:২৫

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলের লোহাগড়া উপজেলার করোনায় আক্রান্ত নয়জনই এখন সুস্থ। এর মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মী। সুস্থ হওয়ায় রবিবার‌ দুপুরে হাসপাতাল চত্বরে তাদের শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা।

এসময় উপস্থিত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান জানান, গত ২২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন খালিদ সাইফুল্লাহ, শরীফুল ইসলাম, নাঈমা আলী, মুকুল হোসেন, ও ইপিআই কর্মী কবির হোসেনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর দু’দিন পর ডেন্টাল টেকনোলজিস্ট শরিফুল ইসলামের করোনা পজেটিভ আসে। এরপর চিকিৎসা চলাকালে দুই দফায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে।

এর আগে করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের স্বামী রিয়াজ হাওলাদার এবং লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খানকেও সুস্থ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৩ এপ্রিল নড়াইলে শনাক্ত প্রথম করোনা রোগী সৈয়দ সুজন (২৫) এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেন। তিনিও লোহাগড়া উপজেলার।

জেলা সিভিল সার্জন আব্দুল মোমেন জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লোহাগড়ায় আক্রান্ত নয়জনই সুস্থ হয়েছেন। অন্যরাও সুস্থ হয়ে উঠছেন। উপজেলায় নতুন করে আর করোনা রোগী শনাক্ত হয় নি বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/১১মে/পিএল