ব্যাংকের টাকার বস্তা খোয়া, রহস্যের জট খুলেনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মে ২০২০, ১৮:১৯ | প্রকাশিত : ১১ মে ২০২০, ১৭:৪৭

ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে বস্তাভর্তি ৮০ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় এখনো কোনো রহস্য উদঘাটন করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ কিংবা পুলিশ। এই ঘটনায় ব্যাংকের চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদেও তেমন তথ্য মেলেনি।

এদিকে রবিবার এই ঘটনার পর রাতে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা উত্তোলন করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে গাড়িটি রওনা হন। এরমধ্যে ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। এতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী আটক করে। তারা মামলার আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে রয়েছে।

এর আগে গতকাল রাতে ব্যাংকটির দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

পুলিশ বলছে, ঘটনা জানার পর থেকেই তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে। সন্দেহভাজন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো ঘটনার কোনো কূলকিনারা পাওয়া যায়নি। ঘটনাটি এখনো রহস্যজনক রয়ে গেছে।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম ঢাকা টাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে গাড়িটি রওনা হয়। পুরান ঢাকার বাবুবাজারে পৌঁছানোর পরই একটি টাকার বস্তা গায়েব হয়ে যায়। তাতে ছিল ৮০ লাখ টাকা। বিষয়টি নিয়ে রাতেই থানায় অভিযোগ করে। এরপরই আমরা ওই গাড়িতে দায়িত্বে থাকা চারজনকে হেফাজতে নিয়েছি। তবে এখনো বলার মতো কোনো অগ্রগতি করা সম্ভব হয়নি।’

পুলিশ কর্মকর্তা বলেন, ‘সন্দেহভাজন এলাকায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং আটককৃতদের আদ্যোপান্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এ ব্যাপারে ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১১মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :