মাগুরায় গণমাধ্যমকর্মীর করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২০, ১৯:৫৭

ঢাকা থেকে মাগুরায় আসা এক গণমাধ্যমকর্মীর শরীরে সোমবার করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই গণমাধ্যমকর্মী ঢাকা ট্রিবিউন অনলাইন বিভাগে কর্মরত ছিল। এ মাগুরায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১০। নতুন আক্রান্ত গণমাধ্যমকর্মীর বাড়িসহ শহরের কলেজপাড়ার দুটি বাড়ি ও একটি সড়ক লকডাউন করে প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, কয়েকদিন আগে ঢাকা থেকে মাগুরা শহরের কলেজপাড়ার নিজ বাসায় আসেন ওই গণমাধ্যমকর্মী। তার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন তার চাচা। এসময় ওই গণমাধ্যমকর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পাঠানো হয়। রবিবার রাতে আসা রিপোর্টে ওই গণমাধ্যমকর্মীর শরীরে কোভিড ১৯ করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে মাগুরায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০। যাদের মধ্যে ৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছে। বাকিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :