ভার্চুয়াল কোর্ট পদ্ধতির প্রশিক্ষণ নিলেন অ্যাটর্নি জেনারেলসহ কর্মকর্তারা

প্রকাশ | ১১ মে ২০২০, ২০:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

করোনাভাইরাসের মধ্যে আসামি, সাক্ষী এবং আইনজীবীদের স্বশরীরে উপস্থিতি ছাড়াই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চলবে সে বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আর এতে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ কার্যালয়ের আইনজীবীরা।

সোমবার বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক।

সরকার ঘোষিত ছুটির মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ‘প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট ও দেশের অধস্তন আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।  সম্প্রতি ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন নির্দেশিকা জারি করছিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন মানিক জানান, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনার জন্যে গতকাল রবিবার (১০ মে) বেলা ২.৩০ মিনিট থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সুপ্রিমকোর্ট ও ইউএনডিপির উদ্যোগে এই প্রশিক্ষণে হাইকোর্টের দুইজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ মোট ৩২ জন অংশ নেন।

(ঢাকা টাইমস/১২মে/এআইএম/ইএস)