লাইভে অশোভন অঙ্গভঙ্গি: সেই রায়হান আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মে ২০২০, ২২:১০ | প্রকাশিত : ১১ মে ২০২০, ২০:৫০

'আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি!' সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান আলম নামে এক যুবকের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বেশ আলোড়ন তোলে। রায়হানের বিরুদ্ধে সেহরিতে লাইভে এসে গালিগালাজ ও অশ্লীল নৃত্য করার অভিযোগ রয়েছে।

আজ সোমবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া নিজ বাসা থেকে তাকে আটক করে র‍্যাবের একটি দল। রাতে র‍্যাব-২ এর অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকাটাইমসকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পবিত্র রমজানে সেহরির সময় ও ভোররাতে ফেসবুক লাইভে এসে অশ্লীল নাচ ও মানুষকে গালিগালাজ করত। গতকাল রাতেও লাইভে এসে বলেছে 'আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি?। তার বিরুদ্ধে অনেকে র‍্যাবের কাছে অভিযোগ করে। এরপর থেকে আমরা তাকে ধরতে অভিযান চালাই। আজ ভোরে তার বাসা থেকে আটক করা হয়।'

তিনি আরও বলেন, 'নিজের বাসায় ঘাপটি মেরে বসে সে সাইবার দুনিয়া কাঁপিয়ে যাচ্ছিল। অথচ তার পরিবার এসবের কিছুই জানত না। তার বিরুদ্ধে অনেক নারী র‍্যাবের কাছে অভিযোগ করেছে।'

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, 'তার বাবা একজন বড় ঠিকাদার ছিলেন। তবে বয়স হবার কারণে এখন বাসাতেই থাকেন।'

সন্তানরা বাসায় বসে ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যমে কোনো সাইবার অপরাধে জড়িত হচ্ছে কি-না সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বাবা-মায়ের প্রতি আহ্বান জানান এ কর্মকর্তা।

বেশ অনেক দিন ধরেই রায়হান নামের এই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায়। তিনি প্রায় প্রতিদিনই লাইভে এসে ধূমপানরত অবস্থায় বুক খোলা জামায় নানা অঙ্গভঙ্গি করে করে আসছিলেন। যার অনেক কিছুই অশোভনীয়। তার এসব ভিডিও বেশ ভাইরাল হয়। কিশোর ও উঠতি তরুণ-তরুণীরা এসব দেখে বিপথগামী হবে বলে তার সমালোচনা করেন বেশিরভাগ মানুষ। যদিও রায়হানের এসব ভিডিও দেখে অনেককে ক্রাশ বলতেও দেখা যায়। এসবের মধ্যেই ভয়েস অব রাইটস গ্রুপে তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে রায়হান লাইভে এসে বলেন, 'আরে মামলা কী জিনিস এইডাই আমার ডিকশনারিতে নাই। পুলিশ-র‍্যাব আমি ভয় পাই নাকি!'

(ঢাকাটাইমস/১০মে/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :