চুয়াডাঙ্গায় আরও পাঁচ করোনা রোগী শনাক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২০, ১৪:১৭

চুয়াডাঙ্গায় নতুন করে পাঁচজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মী তিনজন ও সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান দুইজন। মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলে তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া সদর হাসপাতালের দুইজন সিনিয়র স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হলে স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনাসহ আরও কিছু নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়্। মঙ্গলবার সকালে ৬২টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। যার মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ৩১ জন করোনা রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত ইতালি ফেরত যুবক সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

ঢাকাটাইমস/১২মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :