বিএসএফ’র হাতে কুষ্টিয়ার মাদকপাচারকারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২০, ১৪:৫০

কুষ্টিয়ার দৌলতপুরের হামিদ নামে এক মাদকপাচারকারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার রাত ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের ওপার ভারতের কুমড়িপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হামিদ উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে তাকে ভারতের হোগলবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, জামালপুর গ্রামের হামিদ, ফরহাদ, জনি, সেলিম, আসলামসহ ১০-১২ জন গভীর রাতে ভারত থেকে মাদক পাচার করছিল। ১৫২/২-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুমড়িপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় মাদকপাচারকারীরা বিএসএফের সদস্যদের ওপর পাল্টা গুলি ছোড়ে পালানোর চেষ্টা করে। এসময় অন্যরা পালালেও হামিদ বিএসএফ’র হাতে ধরা পড়ে।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার কাওছার বলেন, ‘লোকমুখে খবরটি শুনেছি। তবে আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই।’

ঢাকাটাইমস/১২মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :