যশোরে পাঁচজনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২০, ১৭:১১

যশোরে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের দেওয়া ফলাফলে এই তথ্য জানানো হয়। পাঁচজনই যশোর জেনারেল হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করেছিলেন।

এর মধ্যে একজনের বাড়ি ঝিনাইদহ মহেশপুর উপজেলার লাটিমা বাজার। একজনের বাড়ি রেলগেট ও একজনের রুপদিয়া। বাকি দুজনই যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ।

সোমবার যবিপ্রবি ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৩২টি, ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি। ফলাফলে দেখা যায়, যশোরের ৩২টির মধ্যে পাঁচটি, ঝিনাইদহের ২১টির মধ্যে একটি, মাগুরার ৩৬টির মধ্যে চারটি এবং চুয়াডাঙ্গার ৬২টির মধ্যে পাঁচটি নমুনা পজিটিভ। বাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এই তথ্য নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :