সীতাকুণ্ডে দুই ভুয়া চিকিৎসকসহ পাঁচজনকে জরিমানা

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:১৯ | আপডেট: ১৩ মে ২০২০, ০০:২৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অনিয়মের অভিযোগে দুই ভুয়া চিকিৎসকসহ পাঁচজন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‌উপজেলায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান সীতাকুণ্ড পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন।

বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি মামলায় পাঁচজন দোকানিকে দোষী সাব্যস্ত করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তদের দুজন চিকিৎসক না হয়েও চিকিৎসা দিয়ে আসছেন। 

(ঢাকাটাইমস/১৩মে/কেএম)