মাগুরায় চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২০, ১৬:২৭

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, মেডিকেল অফিসার ও দুই ইউপি চেয়ারম্যানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বুধবার। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ জন।

মাগুরায় সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, এ পর্যন্ত পরীক্ষার জন্য মাগুরা জেলা থেকে সহেন্দভাজন ৪০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৩১৩ জনের। বুধবার নতুন করে চারজন শনাক্ত হয়েছেন। তাদের প্রত্যেককে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ১৯ জনের মধ্যে মাগুরা সদরে সাতজন, শ্রীপুরে ছয়জন, শালিখায় পাঁচজন ও মহম্মদপুরে একজন। অতীতে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে তিনজন সুস্থ হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :