জামালপুরে মার্কেটগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রকাশ | ১৩ মে ২০২০, ১৮:১৯

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুর শহরের বিপণী বিতান ও দোকানপাটে মালিকরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মেনে ব্যবসা পরিচালনা করায় দোকান মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেটে পুলিশ-র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানকালে শহরের প্রায় সকল বিপণী বিতাণ ও দোকান-পাট বন্ধ হয়ে যায়।

ঈদকে সামনে রেখে গত ১০ মে’ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল, বিপণী বিতান খোলার সরকারি ঘোষণা দেয়া হয়। এরপর থেকে জামালপুর শহরসহ সারা জেলার ব্যবসায়ী ও ক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে কেনাকাটা করতে থাকে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

শহরের তমালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাস বলেন, স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৬ জন দোকান মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে মার্কেট এলাকায় এই অভিযান আব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)