টঙ্গী বাজারে উচ্ছেদ অভিযান

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২০, ১৮:২৪

অবৈধভাবে গড়ে ওঠা টঙ্গী বাজারে উচ্ছেদ অভিযান করছে গাজীপুর মেট্রোপলিন পুলিশ। বুধবার সকাল থেকে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর সহায়তায় চলমান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে জিএমপি পুলিশ। ইতিমেধ্যে বাজারে এলাকার ১৫শ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। টঙ্গী বাজারে আরো পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ হবে হলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরের টঙ্গী বাজারের বিভিন্ন মার্কেটের সামনে এবং দোকানের সামনে রাস্তার উপরে, দোকানপাট, দোকানের মালামাল দিয়ে রাস্তাগুলো দখল করে ব্যবসা করে আসছে। থানা থেকে একাধিক নোটিশের পরও যেসব স্থাপনা সরানো হয়নি, সেগুলো উচ্ছেদ করতে এই অভিযান চলছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম (দক্ষিণ) সাহাদাৎ হোসেন, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :