নেইমারের প্রশংসায় হেরেরা

প্রকাশ | ১৩ মে ২০২০, ১৯:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার এ্যান্ডার হেরেরা জানিয়েছেন তার ক্যারিয়ারে সবচেয়ে বিস্ময়ের নাম হচ্ছে নেইমার। একইসাথে তিনি স্বীকার করেছেন পিএসজিতে যোগ দেবার আগে নেইমারের প্রতি তার ভুল ধারণা ছিল।

গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেন হেরেরা। পার্ক ডি প্রিন্সেসে আসার আগে তিনি বিশ্বাস করতেন ক্লাবের প্রতি নেইমারের একটি নেতিবাচক প্রভাব রয়েছে যা মোটেই সঠিক নয়। এ সম্পর্কে হেরেরা বলেছেন, ‘আমার ক্যারিয়ারে নেইমার অন্যতম একটি বড় বিস্ময়ের নাম। গণমাধ্যম প্রায়ই তাকে নেতিবাচক হিসেবে দেখানো চেষ্টা করে থাকে। কিন্তু আমি দেখেছি সে প্রতিদিনই খুশী থাকে। প্রতিদিনই সে পুরো দলকে শক্তিশালী করে গড়ে তোলার চেষ্টা করে। সে তার বাড়িতে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে যাতে করে আমরা সবাই খেলার বাইরেও একটি ভিন্ন আমেজে নিজেদের ফিরে পাই। দলের সাফল্যের জন্যও সে সবসময়ই চিন্তা করে। একজন দারুন হাসিখুশী মানুষ হিসেবে আমি তাকে পেয়েছি। সে নিজে আমাকে বলেছেন পিএসজিতে এসে সে অন্য যেকোন ক্লাবের তুলনায় অনেক ভাল আছে। আমিও তাকে এখানে সম্পূর্ণ ভিন্ন একজন খেলোয়াড় হিসেবে সৃষ্টি করেছি। আমি জানি সবাই হয়ত তাকে পছন্দ করে না।’

নেইমারের পাশাপাশি পিএসজিতে সতীর্থ হিসেবে কিলিয়ান এমবাপ্পেকেও পেয়েছেন হেরেরা। স্প্যানিশ এই মিডফিল্ডার মনে করেন বিশ্বের শীর্ষ পাঁচজন খেলোয়াড়ের মধ্যে নেইমার ও এমবাপ্পে আছেন। এমবাপ্পে সম্পর্কে বলতে গিয়ে হেরেরা বলেন, ‘অনেক সময় অনুশীলনে মনে হয় সে বাচ্চদের সাথে ট্রেনিং করছে। যেভাবে সে দৌড়ায়, বিভিন্ন ড্রিবলিং দেখায় তাতে মনে হয় আমরা অনেক পিছনে পড়ে আছি। তার কাছে আমাদের ছোট বাচ্চা মনে হয়, আর তাকে দেখে মনে হয় সে উসাইন বোল্ট। প্রতিদিনই একই ছন্দে থাকাটা মোটেই সহজ নয়। আমি নিশ্চিত ২০২৫ সালে সে অবশ্যই ব্যালন ডি’অর জয় করবে। ’

ইনজুরির কারনে এ বছর লিগে মাত্র ১৮টি ম্যাচে খেলতে পেরেছেন হেরেরা। কিন্তু ৩০ বছর বয়সী এই স্প্যানিশ বিশ্বাস করেন পিএসজি এবার অবশ্যই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করতে পারবে।

(ঢাকাটাইমস/১৩ মে/এআইএ)