সংঘর্ষ: ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মে ২০২০, ২১:৩৫

এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে শহরের বাগানবাড়ি ও হালদারপাড়া এলাকার যুবকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও হামলা-ভাঙচুরের ঘটনায় পৌর ছাত্রলীগের সভাপতি মিকাঈল হোসেন হিমেলসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। বুধবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পৌর ছাত্রলীগের সভাপতি মিকাঈল হোসেন হিমেল, সোহাগ, আরিয়ান, আরিফ, আমীর হোসেন, নাইম ইসলাম, গাফফার, হাবিব, সিয়াম, নাবিল, সুলতান রাজা, হাফিজ, আতিক ইসলাম, রায়হান রানা, এসএম জাকির হোসেন, আকরাম খান, আনিসুর রহমান, আকাশ, মেহেদী হাসান, শেখ মো. মামুন, তপু আহমেদ ও তরিকুল ইসলাম। এদের বাড়ি শহরের বিভিন্ন মহল্লায়।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে বাগানবাড়ি এলাকার ছেলেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হালদারপাড়া মহল্লায় হামলা করে। পরে হালদারপাড়ার ছেলেরা তাদের ধাওয়া করলে দুই মহল্লার যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বাগানবাড়ির যুবকরা হালদারপাড়ার বেশ কয়েকটি বাড়ির গেইট ও দরজা জানালার কাচ ভাঙচুর করে।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রাতের বেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মিকাঈল হোসেন হিমেলসহ ২২ জনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, বলেন, হামলা ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে দা-সহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। বুধবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :