ঢাকা থেকে পালানো সাতক্ষীরার করোনা রোগী উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০২০, ১৫:০৪ | প্রকাশিত : ১৪ মে ২০২০, ১৪:২৫

ঢাকা থেকে পালানো সাতক্ষীরার সেই করোনা রোগীকে খুঁজে বের করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুরের একটি বিলে তার সন্ধান মিলেছে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশনে পাঠানো হয়েছে।

করোনা আক্রান্ত ওই নারী আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের সোহেল রানার স্ত্রী।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয় করোনা আক্রান্ত একজন রোগী ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় এসেছে। এরপর মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। প্রথমে তার বাড়িতে অভিযান চালালে পুলিশের অবস্থান জানতে পেরে সেখান থেকে তার এক আত্মীয়ের বাড়ি কুল্যা ইউনিয়ের কচুয়া গ্রামে চলে যায় ওই নারী। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ। কিন্তু তার এক আত্মীয়দের সহযোগিতায় সেখান থেকেও তিনি মহাজনপুর বিলের মধ্যে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে খুঁজে বের করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, করোনা আক্রান্ত ওই নারীর বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ঢাকাটাইমস/১৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :