সাংসদের অর্থায়নে ভোলার বিভিন্ন স্থানে জীবানুনাশক ট্যানেল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মে ২০২০, ১৫:৪১ | প্রকাশিত : ১৪ মে ২০২০, ১৫:৩৭

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ও সদর হাসপাতালসহ ভোলার গুরুত্বপূর্ন ১০টি স্থানে বসানো হচ্ছে জীবানুনাশক ট্যানেল। ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের অর্থায়নে এসব বসানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে ট্যানেল বসিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় জেলার চিকিৎসক, নার্স ও স্টাফদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।

সাংসদ বলেন, ‘করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে যারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাদের সুরক্ষার জন্য এসব স্বয়ংক্রিয় জীবানুনাশক ট্যানেল বসানো হচ্ছে।

ট্যানেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক ,পুলিশ সুপার সরকার মো. কায়সার, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।

ঢাকাটাইমস/১৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :