করোনা: লিভার সিরোসিসে মৃত্যু, অতিরিক্ত সতর্কতায় লাশ দাফন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২০, ২১:২৫

ফরিদপুরের বোয়ালমারীতে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির লাশ বিশেষ সতর্কতার সঙ্গে দাফন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে করোনায় মৃত রোগীর দাফন কাজ সমাধায় ইসলামি ফাউন্ডেশন কর্তৃক গঠিত কমিটির সদস্যদের নিয়ে এ লাশ দাফন করা হয়।

ভিন্ন রোগে মৃত্যু বরণ করলেও করোনা আক্রান্ত কারো সংস্পর্শে আসতে পারে এই সন্দেহে উপজেলা প্রশাসন তার দাফনের সমস্ত ব্যবস্থা করেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৩টায় ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান হানিফ (৪২) নামে ওই ব্যক্তি। তিনি ঢাকার মহাখালীতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার লাশ নিজ বাড়িতে পৌঁছালে করোনা সংক্রমণ রোধে অতিরিক্ত সতর্কতার জন্য দাফনের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদুর রহমান জানান, লিভার সিরোসিসে মৃত ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে পরিবারের দাবি তার করোনার কোনো উপসর্গ ছিল না।

ঢাকাটাইমস/১৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :