নতুন সুইফট কার আনছে সুজুকি

প্রকাশ | ১৫ মে ২০২০, ১০:৩৩ | আপডেট: ১৫ মে ২০২০, ১০:৪৩

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বব্যাপী সুজুকির অন্যতম জনপ্রিয় হ্যাচ-ব্যাক সুইফট। ২০২১ সালে এই গাড়ির ডিজাইনে বিপুল পরিবর্তন আনছে জাপানের কোম্পানিটি। এখনও উন্নয়নের অধীনে থাকলেও সম্প্রতি জাপানে এই গাড়ির ছবি সামনে এসেছে। যদিও জাপানের বাইরে নতুন এই ডিজাইন লঞ্চ হবে কি না জানা যায়নি।

ছবিতে নতুন ভার্সনের সুইফটে নতুন বাম্পার দেখা গিয়েছে। টেল লাইটেও নতুন ডিজাইন থাকছে। পাঁচটা রঙে জাপানে এই গাড়ি লঞ্চ করতে পারে সুজুকি। ডুয়াল টোন ফিনিসে বাজারে আসবে এই গাড়ি

২০২১ সালের সুজুকি সুইফট মডেলে একটি ১.২ লিটার পেট্রল ইঞ্জিন থাকতে পারে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮৯ বিএইচপি শক্তি ও ১১৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এছাড়াও হাইব্রিড ভেরিয়েন্টে বাজারে আসবে এই গাড়ি। 

(ঢাকাটাইমস/১৫মে/এজেড)