ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২০, ১৬:২৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে এ অভিযান হয়।

র‌্যাব জানায়, ট্রাক ও মাইক্রোবাসে তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসবের সঙ্গে জড়িতের অভিযোগে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাজীকান্দি গ্রামের মো. তালেব (৫৪), মুন্সিগঞ্জ জেলার ভুবনগড়া গ্রামের মো. নাসির (৪০) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ গ্রামের শফিউল আলম (২২)।

তারা পরস্পর যোগসাজোসে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং ইতিপূর্বে আরো কয়েকটি চালান ঢাকায় বিক্রি করেছে। জব্দ করা মালামালের দাম প্রায় ৫৫ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :