দিনাজপুরে চিকিৎসকসহ ছয়জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৫ মে ২০২০, ২২:০৬

দিনাজপুরে গেল ২৪ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক এবং খানসামা উপজেলায় এই প্রথম এক নারীসহ নতুন করে আরো ছ’জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্ত সংখ্যা ৬৪ জন। তার মধ্যে শনাক্ত না হতেই একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুল কৃদ্দুস জানিয়েছেন,দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬টি পজেটিভ এর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি এবং ঢাকা থেকে পরীক্ষাকৃত দু’টি পজিটিভ এসেছে। তার মধ্যে একজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। এছাড়াও জেলার খানসামা উপজেলায় এই প্রথম একজন নারী করোনা আক্রান্ত পজিটিভ শনাক্ত হয়েছে। অন্য ৪ জন হলেন,বিরল উপজেলায় একজন, বীরগঞ্জ উপজেলায় একজন, নবাবগঞ্জ উপজেলায় একজন এবং বোচাড়ঞ্জ উপজেলায় একজন নারী। বোচাগঞ্জ উপজেলায় আক্রান্ত নারী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বাড়ির কাজের মেয়ে। এর আগে স্বাস্থ্য কর্মকর্তার স্বামীও করোনা শনাক্ত হয়েছেন।

((ঢাকাটাইমস/১৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :