ফরিদপুরে চিকিৎসকসহ আরো দুজনের করোনা শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মে ২০২০, ২২:১৮

ফরিদপুরে একজন চিকিৎসকসহ আরো দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৪৯ জন করোনা রোগী শনাক্ত হলো।

যে দুজনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগের ডা. সাথি আক্তার (২৫)। অন্যজন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালিপুর গ্রামের কামরুল শেখ (৪৫)।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, আক্রান্ত দুজনকেই পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার এ ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৭৫ এবং গোপালগঞ্জের ৮২ জন। এ পরীক্ষায় নতুন করে মোট সাত জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় আক্রান্ত হয়ে ১৮ রোগী চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :