বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের সমান অনুদান দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৬ মে ২০২০, ১৪:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনাভাইরাস মহামারিতে চীনের পক্ষে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- এমন অভিযোগ এনে তাদের অনুদান বন্ধের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজ জানিয়েছে, এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের সমান অর্থ অনুদান দেবে যুক্তরাষ্ট্র।

১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা মোকাবিলার জন্য দেওয়া অনুদানের টাকা আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় চীন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনের ইউহান প্রদেশে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসে। এরপর যুক্তরাষ্ট্রে করোনা প্রকট আকার নিলে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন যে, এই ভাইরাসের বিষয়ে সঠিক তথ্য দেয়নি চীন এমনকি এর গুরুত্বের বিষয়টি সঠিকভাবে তুলে ধরেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

অনুদান বন্ধের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়ে তদন্ত করা হবে তারপরই সিদ্ধান্ত নেয়া হবে যে তাদের অনুদান দেয়া হবে কি না।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে সাড়ে ৮৮ হাজারের বেশি মানুষের।

ঢাকা টাইমস/১৬মে/একে