করোনায় প্রাণ হারালেন জবির সাবেক অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মে ২০২০, ১৬:০৭ | প্রকাশিত : ১৬ মে ২০২০, ১৫:৪৫

এবার করোনায় প্রাণ গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মো. মোকাদ্দাস হোসেনের। শনিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সাবেক এই কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১০ সাল পর্যন্ত পরিসংখ্যান বিভাগে কর্মরত ছিলেন। পরে গাজীপুরের সরকারি ভাওয়াল বদরে আলম কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসরে যান।

ব্যক্তিগত জীবনে নিঃসন্তান মোকাদ্দাস হোসেন শিক্ষার্থী বৎসল ও অমায়িক মানুষ ছিলেন। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছেও ছিলেন বেশ জনপ্রিয়। তার মৃত্যুর খবরে শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১৬মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :