ক্ষুদ্র-ভাসমান ব্যবসায়ীদের ঈদ উপহার দিলো এফসিসিআই

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ১৬:২৩

কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকা ক্ষুদ্র দোকানি ও ভাসমান ব্যবসায়ীদের উজ্জীবিত করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহারসামগ্রীর প্যাকেজ বিতরণ করেছে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)।

শনিবার দুপুর হতে এফসিসিআই নেতৃবৃন্দ ফরিদপুর নিউমার্কেট, চকবাজার বণিক সমিতি ও কাপড় পট্টিসহ শহরের সকল বাজারের ব্যবসায়ীদের মাঝে এসব তুলে দেন। প্রতি প্যাকেটে পোলাওয়ের চাল, চিনি, তেল, ডাল, সেমাই, গুড়া দুধ ইত্যাদি পণ্য রয়েছে।

এফসিসিআই’র সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, এই দুর্যোগের সময় গত প্রায় দুই মাস যাবত দর্জি, সেলুন, হোটেলসহ এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদাররা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। তাদেরকে উজ্জীবিত করতে আমরা এসব উপহারসামগ্রী তুলে দিয়েছি তাদের হাতে।

ফরিদপুর চকবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদয়াল আগরওয়াল এফসিসিআই’র এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন বেকার হয়ে থাকা এসব দোকানদাররা এই পরিস্থিতিতে ভিন্ন পেশায় চলে যাওয়ার চিন্তা-ভাবনা করছে। তাদের মাঝে এই উপহারসামগ্রী কিছুটা হলেও স্বস্তি দেবে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :