ইন্দুরকানীতে প্রথম করোনা রোগী শনাক্ত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ১৭:৪৯

পিরোজপুরের ইন্দুরকানীতে তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তারাই এ উপজেলার প্রথম শনাক্ত করোন রোগী। শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তারা ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমিন-উল-ইসলাম।

তিনি জানান, গত মঙ্গলবার উপজেলার ছয়জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই নারী ও এক পুরুষের শরীরে করোনা অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্ত দুই নারী মমতাজ (৫০) ও রোকসানা (৩৫) ঢাকা থেকে এসেছে। তারা উপজেলার বালিপাড়া ইউনিয়নের সেপাই বাড়ির বাসিন্দা। আর নারায়নগঞ্জ থেকে আসা বেলালের (২৫) বাড়ি একই উপজেলার দক্ষিণ কালাইয়া গ্রামে।

ঢাকা থেকে আগতদের বিষয়ে তিনি জানান, ঢাকা থেকে আসার সংবাদ পেয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের নমুনা সংগ্রহের জন্য ওই বাড়িতে গেলে তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্যকর্মীদের ফিরিয়ে দেন। পরে প্রশাসনের সহায়তায় তাদের নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, শুক্রবার রাতেই করোনা আক্রান্ত ওই তিনজনের বাড়িসহ সন্দেহজনক এলাকাগুলো লকডাউন করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :