লক্ষ্মীপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ১৮:১৪

লক্ষ্মীপুরে রায়পুরে করোনা উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন নামে এক সাবেক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বামনীর কাঞ্চনপুর এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার। এদিকে জেলায় নতুন করে আরও আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, সপ্তাহখানেক আগে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হোসেন। গত শুক্রবার রাতে তার শরীরের অবস্থার অবনতি হয়। এরপর শনিবার সকালে মৃত্যু হয় তার। এ দিকে তার শরীরের নমুনা সংগ্রহের তিন দিন পার হলেও রিপোর্ট পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন আবদুল গাফফার জানান, সামাজিক সুরক্ষা মেনে মোজাম্মেল হোসেনের মৃতদেহ দাফন করা হবে।

তিনি আরও জানান, দুই স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে আটজন করোনা রোগী শমনাক্ত হয়েছে। এর মধ্যে দুই স্বাস্থ্যকর্মী রায়পুর উপজেলার। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন। এর মধ্যে একই পরিবারের চার মাসের শিশুসহ ২৪ জন সুস্থ হয়েছেন।

ঢাকাটাইমস/১৬মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :