জামালপুরে বেতন-বোনাসের দাবিতে পাদুকা কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশ | ১৬ মে ২০২০, ২১:২২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন জামালপুরের পাদুকা দোকানের কর্মচারীরা। শনিবার দুপুরে জামালপুর শহরের কথাকলি মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলনে এই  কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জেলা পাদুকা কর্মচারী সমিতির উপদেষ্টা মতিউর রহমান বাদল লিখিত বক্তব্যে জানান, করোনাভাইরাসের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর বন্ধ থাকে জেলার সকল দোকান। তাই তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া থাকে। এরপর ১০ মে থেকে লকডাউন সাময়িক শিথিল হলে কাজে যোগদান করে জেলার পাদুকা দোকানের কর্মচারীরা। কাজে যোগদানের পর জেলা পাদুকা মালিক সমিতি তাদের চলতি মাসের মূল বেতনের অর্ধেক ও  ঈদ বোনাস অর্ধেক প্রদান করার কথা জানায়।

পাদুকা দোকান মালিক সমিতির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সম্পূর্ণ বেতন  ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ঘোষণা করে কর্মচারীরা।  এতে বন্ধ হয়ে যায় জামালপুর শহরের সকল পাদুকা দোকান।

এ অবস্থায় বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন পাদুকা কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জামালপুর জেলা পাদুকা কর্মচারী সমিতির সভাপতি সুমু, সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)