ঠাকুরগাঁওয়ে নার্সসহ ছয়জন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ২২:৪৫

ঠাকুরগাঁওয়ে এবার একদিনেই ছয়জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বলে শনাক্ত হলো মোট ৩৪ জন। শনিবার বিকালে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আসা রিপোর্টগুলো ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার, শের-ই-বাংলা নগর থেকে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ নমুনা পরীক্ষার জন্য আগে ঢাকার এই সেন্টারে পাঠিয়েছিল।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও সদর হাসপাতালের একজন একজন নার্স, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর গ্রামের ১ জন, রাণীশংকৈলের ১ জন, ও হরিপুরে ৩ জন।

আক্রান্ত নার্সের বাসা সদর উপজেলার হাজীপাড়া গ্রামে। অন্য ৫ জনের সবাই অন্য জেলা থেকে এই জেলায় এসেছেন।

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আক্রান্তদের হাসপাতালের আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :