কলাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২০, ২৩:৫০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুরের আমখোলাপাড়ায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

তিনি জানান, দশদিন আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা থেকে এলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃত ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার নয় দিনের মাথায় তার মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তাৎক্ষণিক তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :