আলফাডাঙ্গায় নারী পোশাককর্মীর করোনা শনাক্ত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ০০:১৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক নারী পোশাককর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে। শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার যে নারী পোশাককর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ২২ বছর।

তিনি আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। গত ১৪ মে তিনি বাড়িতে ফিরে আসেন। গত ১৫ মে তার নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে ওই নারীর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ওই নারীর বাড়িটি লকডাউন করা হয়েছে। এদিকে এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা অর্ধশত পূর্ণ হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :