অ্যানড্রয়েড টেনে আপডেট হলো মটো রেজর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ১০:৫৬

অ্যানড্রয়েড টেন আপডেট পেলো মটোরোলার ফোল্ডিং ফোন মটো রেজর ২০১৯ মডেলটি। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোট ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে। সাম্প্রতিকতম আপডেটের পরে এই ফোল্ডেবল ফোনে একাধিক নতুন ফিচার পৌঁছে গিয়েছে।

৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে কালো রঙে ফোনটি পাওয়া যাচ্ছে।

ফোনটিতে রয়েছে ৬.২ ইঞ্চির ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে। ফোনের বাইরে থাকছে একটি ২.৭ ইঞ্চির ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। ব্যাকআপের জন্য রয়েছে ২৫১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

(ঢাকাটাইমস/১৭মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা