'খোলা জায়গায় জীবাণুনাশক ছড়ালে করোনা মরে না'

প্রকাশ | ১৭ মে ২০২০, ১১:২৫ | আপডেট: ১৭ মে ২০২০, ১২:১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনা সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রাস্তাঘাটে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। কিন্তু এই জীবাণুনাশক খোলা জায়গায় ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাস মরে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, বরং জীবাণুনাশক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 'খোলা জায়গা যেমন বাজার এলাকা কিংবা রাস্তায় জীবাণুনাশক ছড়ালে তাতে কোভিড ১৯ ভাইরাসের কিছু হয় না। কারণ ধুলো ও ইঁট-পাথরে সেই জীবাণুনাশকের উপাদানগুলি নিষ্ক্রিয় হয়ে যায়।' খবর এনডিটিভির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 'যদি ধুলো, ময়লা নাও থাকে, তারপরেও জীবাণুনাশকের উপাদানগুলির পক্ষে কম সময়ের মধ্যে পুরো জায়গার উপর ছড়িয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে তার কর্মক্ষমতা অনেক কমে যায়। বরং এই জীবাণুনাশক ছড়ানোর ফলে পশু-পাখি থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।'

এতে আরও জানানো হয়েছে, কোনো ব্যক্তির ওপর জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে ক্লোরিন ও অন্যান্য টক্সিক রাসায়নিক উপাদান মানুষের চোখ ও ত্বকের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই উপাদানগুলি শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করতে পারে। উপরন্তু এই জীবাণুনাশক ছড়ানোর ফলে কোনো ব্যক্তির থেকে কোভিড ১৯ ছড়ানোর সম্ভাবনা কমে না।'

বাড়ির ভিতরেও জীবাণুনাশক ছড়িয়ে বিশেষ কোনো লাভ নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থা জানিয়েছে, জীবাণুনাশক ছড়াতেই হয়, তাহলে তার সবথেকে ভাল পদ্ধতি হল কোনো কাপড়ে নিয়ে তারপর তা দিয়ে মোছা। কারণ কাপড়ে জীবাণুনাশকের উপাদানগুলি তাড়াতাড়ি নষ্ট হয় না। ফলে তা দিয়ে কোনো কিছু মুছলে তার উপর জীবাণুনাশকের কাজ বেশি হয়।

ঢাকা টাইমস/১৭মে/একে