জেনেভাতে নতুন রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান

প্রকাশ | ১৭ মে ২০২০, ১৪:৪৭ | আপডেট: ১৭ মে ২০২০, ১৫:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জেনেভায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জ্যেষ্ঠ এই কূটনীতিক প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা ও কলকাতায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাফিজুর রহমান নিউইয়র্কে ঢাকার হয়ে জাতিসংঘের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি ১১ বিসিএস ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

মোস্তাফিজুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক ইন্টারন্যাশনাল আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

(ঢাকাটাইমস/১৭মে/এনআই/এমআর)