বিএসইসির নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

প্রকাশ | ১৭ মে ২০২০, ১৭:৫৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রবিবার মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষ অর্থ মন্ত্রণালয় তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের বিএসইসি ও বিআইসিএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ও সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান। আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। গত ১৪ মে মেয়াদ শেষ হওয়া অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের স্থলাভিষিক্ত হিসেবে কাজ করবেন।

বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক ড. খায়রুল হোসেনের বিদায়ের একদিন পরই নতুন করে ঢাবির অধ্যাপককে নিয়োগ দেওয়া হলো।

(ঢাকাটাইমস/১৭মে/আরএ/জেবি)