নেশার সুযোগ না দেয়ায় দলবল নিয়ে হামলা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ১৭:৫৭

রাজধানীর মিরপুর-২ নম্বরে টপ ম্যান ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের ম্যানেজার মিল্টল চৌধুরী। থাকেন পাশের একটি বাসার চিলেকোঠায়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান হিরু ও হাসান তার দোকানে এসে বাসার চাবি চান। বাসার চাবি দিতে অস্বীকার করলে দলবল নিয়ে হামলা এবং দোকানের মালামাল ভাঙচুরের অভিযোগ করেছেন মিল্টন। এবিষয়ে মিরপুর মডেল থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তিনি।

মিল্টন জানান, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান হিরু (৩৪) ও হাসান (৩৬) তার দোকানে আসেন এবং তার বাসার চাবি চান। এসময় তিনি চাবি দিকে অস্বীকার করেন। পরে ওইদিন বিকেল ৩টার দিকে দোকানে ঢুকে মিজানুর রহমান হিরু ও হাসান মিল্টনের উপর হামলা চালান। পাশাপাশি দোকানে ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকার মালামাল নষ্ট করে বলে দাবি ভুক্তভোগীর।

মিল্টন চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘আমি, আমার ভগ্নিপতি দোকানের পাশের একটি বাসার চিলেকোঠায় থাকি। আমার দোকানের স্টাফরাও সেখানেই থাকে। গত শুক্রবার মিজানুর রহমান হিরু ও হাসান নেশা করার জন্য আমার বাসার চাবি চায়। আমি বাড়িওয়ালার অনুমতি ছাড়া চাবি দিতে না চাইলে পরে এসে আমার উপর হামলা করে।‘

মিল্টন বলেন, ‘দোকানে ক্যাশ টেবিলে ও অন্যান্য মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। আমি এবিষয়ে কোনো মামলা করলে তারা আমাদের মিরপুর এলাকায় থাকতে দেবে না, আমাকে আর আমার ভগ্নিপতিকে মেরে ফেলবে বলে হুমকিও দিয়ে গেছে।‘

তিনি আরও অভিযোগ করেন, মামলার দুই আসামি এমন ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আগেও ঘটিয়েছেন।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শন (এসআই) মেহেদী হাসান ঢাকা টাইমসকে বলেন, ‘মামলাটি তদন্তাধীন আছে, ভুক্তভোগী আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা মেডিকেল সনদ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী পলাতক আছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।‘

মিরপুর মডেল পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান।

(ঢাকাটাইমস/১৭মে/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে ‘হত্যা’: তিন আসামি গ্রেপ্তার

রাজধানীতে নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

দুলাভাই-শ্যালকের ‘দুদক ফাঁদ’, হাতিয়েছে বিপুল অর্থ

ডিজে পার্টিতে মোবাইল খোয়া নিয়ে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব, নৃশংসভাবে আকাশকে খুন করেন তারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :