রোজাদার মুসাফিরদের ফরিদপুর ডিসির ইফতার বিতরণ

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ২০:৩১

বৈশ্বিক দুয়োর্গ করোনাভাইরাস পরিস্থিতিতে ফরিদপুরের সব মানুষই স্বাস্থ্যবিধি মেনে বসতবাড়িতে রয়েছে। তবে অতীব প্রয়োজনে কাউকে না কাউকে বাইরে আসতেই হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবার জন্য কারো কারো হাসপাতালে আগমন। রোগীর সাথে স্বজনও আসতে হয়। আসতে হয় গাড়ি চালককেও। আবার জরুরি খাদ্য বা অন্যান্য সামগ্রীর প্রয়োজনেও কাউকে বাইরে বের হতে হয়। যারা বাইরে বের হয়, তাদের সবারই বাড়ি শহরে বা শহরের সন্নিকটে নয়। কারো করো বাড়ি বেশ দূরে। চলমান রমজান মাসে এসব ভ্রমণরত (মুসাফির)দের জন্য ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ইফতারের আয়োজন করেছেন। সপ্তাহে একদিন করে চলছে এ আয়োজন। মুসাফিরদের জন্য রাস্তায় ঘুরে ঘুরে দেয়া হচ্ছে এসব ইফতার।

রমজানের শুরু থেকেই সাপ্তাহিক এ কাযর্ক্রম আরম্ভ হয়েছে। রবিবার শহরের মুজিব সড়কের জনতা ব্যাংক মোড়, আলীপুর মোড়, তিতুমীর বাজারেরর তরকারি পট্টির শুরুতে ও ভাঙ্গা রাস্তায় এসব ইফতার রোজাদার মুসাফিরদের দেয়া হয়।

বিকাল ৫টার দিকে এসব ইফতার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আসমত শেখ। তিনি বলেন, ‘আমি অসুস্থ- পায়ের নখ (আঙ্গুল) ব্যথা, একটা রিকশা রিজার্ভ করে কানাইপুরথ্যে আইসা ডাক্তার দেখাইয়া বাড়ি যাইতেছি। আমি রোজা আছি। খাবারের হোটেল বন্ধ থাকায় চিন্তা করছিলাম ইফতার করবানি কোথায়। আল্লা মিলায় দিছে। ডিসি সাবের জন্নি আমি দোয়া করি।’

প্রতিবন্ধী স্বামীকে নিয়ে ফরিদপুরের একটি বেসরকারি হাসাপাতালে এসেছিলেন এক প্রতিবন্ধী নারী। সাথে নিয়ে এসেছিলেন একজন রিকশাচালক। তিনজনে ইফতারের তিনটি প্যাকেট পেয়ে দারুন খুশি। প্রতিবন্ধী নারী বললেন, ‘ইফতার পাইয়া আমাগো খুব উপকার হইছে।’

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :