সাতক্ষীরায় একদিনে ২৪ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ২১:৩১

সাতক্ষীরায় আরো ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। রবিবার সন্ধ্যায় খুলনা থেকে পাওয়া নমুনা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, রবিবার ৩৮৯টি নমুনার প্রতিবেদন তাদের কার্যালয়ে আসে। এর মধ্যে ২৪টি পজিটিভ। ২৩ জন দেবহাটা উপজেলা ও ১ জন আশাশুনি উপজেলার। তারা প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ান্টোইন শেষে নিজ নিজ বাড়িতে চলে গেছে। তাদের রাতের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে।

এ পর্যন্ত জেলায় ৬২৩টি নমুনা সংগ্রহ করা হয় বলে তিনি জানান। তবে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন ও কারোয়ার একজন, সদরের থানাঘাটার একজন ও দেবহাটার একজন নিজ নিজ বাড়িতে তিনজন আইসোলেশনে রয়েছেন বলে জানা তিনি। করোনা পজিটিভ রোগী সাতক্ষীরা সদরের উত্তর কাটিয়ার স্বাস্থ্য কর্মী মাহামুদুল হক সুমন চিকিৎসার পর একজন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :