গজারিয়ায় শিক্ষা অফিসারসহ ছয়জনের করোনা শনাক্ত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ২৩:৩২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ ছয়জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। রবিবার তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট ৪৫ জনের করোনা শনাক্ত হলো। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসলিমা আনাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয় সূত্র জানায়, গত সোমবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ৬০ জনের নমুনা নেয়া হয়। তাদের মধ্যে প্রথম দফায় বুধবার চারজন ও রবিবার দুইজনের করোনা শনাক্ত হয়।

১০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারী মেডিকেল অফিসার, একজন নার্সের (পুরুষ) ও একজন বহিরাগত শ্রমিকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। রবিবার হাসপাতাল কমপ্লেক্সের ২১ জনসহ উপজেলার মোট ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপসহকারী মেডিকেল অফিসার লিয়াকত হোসেন, ব্যাংক কর্মচারী আবদুস সাত্তার মোল্লা ও গৃহিনী সানোয়ারা বেগম সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/১৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :