বগুড়ায় নতুন তিন করোনা রোগী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ২৩:৪৪

বগুড়ায় নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। রবিবার রাত নয়টায় তিনি এ খবর জানান। জেলায় এখন পর্যন্ত ৭৮ জন করোনায় আক্রান্ত হলেন। তবে এর মধ্যে ১১ জন সুস্থ হওয়ায় জেলার করোনা রোগী এখন ৬৭ জন।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের পিসিআর ল্যাব থেকে রবিবার ১৮৮ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে বগুড়ার নমুনা ছিল ১৮৫ জনের। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের দুজনের নমুনার রিপোর্ট ছিল যেগুলোতে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। বগুড়ার নতুন আক্রান্ত এই তিনজনের মধ্যে একজন বাড়ি সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নে। তিনি গার্মেন্ট কর্মী। ১৪ এপ্রিল তিনি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। আরেক ব্যক্তির বাড়ি কাহালু উপজেলার নারহট্ট এলাকায়। এই দু’জনের নমুনা ১৪ এপ্রিল সংগ্রহ করা হয়। করোনায় আক্রান্ত অপর ব্যক্তির বাড়ি শহরের কলোনি এলাকায়। তিনি হামদর্দের হাকিম। এর মধ্যে তার বগুড়ার বাইরে যাওয়ার কোন ইতিহাস নেই। ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :