ত্রাণের দাবিতে সাতক্ষীরায় ১৩ শ্রমিক সংগঠনের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২০, ১৫:৩১

ত্রাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাতক্ষীরায় ১৩টি শ্রমিক সংগঠন। জেলা শ্রমিক আন্দোলন সাতক্ষীরার ব্যানারে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এসময় তারা ত্রাণ সহায়তা ও আর্থিক প্রণোদনার জোর দাবি জানান।

এসময় জেলা প্রশাসক মোস্তফা কামাল উপস্থিত থেকে শ্রমিকদের বক্তব্য শোনার পর ত্রাণ ও আর্থিক প্রণোদনার ব্যাপারে তাদের আশ্বস্ত করেন।

জেলা শ্রমিক আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন- সংগঠনটির সদস্য সচিব ফারুকুজ্জামান, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, শামীম বাবু, আব্দুস সালাম বাচ্চু প্রমুখ।

ঢাকাটাইমস/১৮মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :