ফরিদপুরে পলাতক রোগীকে পেয়েছে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২০, ১৫:৪১

করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে পালানোর পর অবশেষে পুলিশের তৎপরতায় সন্ধান মিলেছে কোভিড-১৯ এ আক্রান্ত এক রোগীর। তাকে আবারও হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীকে পাঠানো হয়। সোবহান শেখ নামে এই রোগীর বাড়ি জেলার নরগকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, সকাল ৯টার কিছুক্ষণ আগে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী হেঁটে হেঁটে গেটের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসক তাকে জানান। এরপর হাসপাতালের পক্ষ হতে বিষয়টি ফরিদপুর ও নগরকান্দা থানা পুলিশকে জানালে তারা সোবহান শেখের সন্ধানে তৎপর হন।

নগরকান্দা থানার ওসি সোহেল রানা বলেন, এ খবর জানতে পেরে তারা পালানো ওই রোগীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় বার্তা পাঠান। এক পর্যায়ে খবর পাওয়া যায় তাকে ফরিদপুর-বরিশাল মোড়ের গজারিয়ার মোড়ের নিকট দেখা গেছে। এরপর স্থানীয় ইউপি মেম্বারদের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে একটি অ্যাম্বুলেন্সযোগে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোবহান শেখ ঢাকার একটি টেলিভিশন চ্যানেলের পরিচালকের গাড়িচালক। গত ৪ মে তিনি ঢাকা থেকে ডাঙ্গি গ্রামের বাড়িতে ফেরেন। ১২ মে তার করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়। এরপর তাকে ফমেকের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/১৮মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :