বিশেষ ছাড়ে ইভ্যালিতে রিয়েলমি সি৩

প্রকাশ | ১৮ মে ২০২০, ১৭:৪২ | আপডেট: ১৮ মে ২০২০, ১৭:৪৫

ঢাকাটাইমস ডেস্ক

মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড রিয়েলমি এর সি৩ (সি-থ্রী) মডেলের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে ইভ্যালি ডটকম ডটবিডিতে। এক এক্সক্লুসিভ লঞ্চিংয়ের আওতায় শুধু ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে পাওয়া যাবে রিয়েলমি এর নতুন এই ডিভাইসটি।

ইভ্যালি এবং রিয়েলমি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারই প্রথম একত্রে বিশেষায়িতভাবে কোনো ডিভাইস বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠান দুইটি। এর ফলে রিয়েলমি সি৩ মডেলের এই হ্যান্ডসেটটি শুধু পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে। কোন মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডকে এমন বিশেষায়িতভাবে বাজারে নিয়ে আসার ঘটনা ইভ্যালির জন্যও এবারই প্রথম।

সোমবার (১৮ মে) থেকে ইভ্যালির ওয়েবসাইট (evaly.com.bd)  এ আগ্রহী ক্রেতাদের জন্য লাইভ হবে পণ্যটি। সেখানেই অর্ডার দিয়ে ঘরে বসেই ডিভাইসটির ডেলিভারি পাবেন গ্রাহকেরা।

৯৯০ টাকা মূল্যছাড়ে ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড এই দুই রঙের রিয়েলমি সি৩ ডিভাইসটির দাম পড়বে ১০ হাজার টাকা। তবে ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড সংরক্ষণ করে ইভ্যালিতে প্রথম দুইবারের কেনাকাটায় ডিভাইসটি কেনা হলে সঙ্গে থাকছে আরও ২০ শতাংশ অর্থ্যাৎ দুই হাজার টাকা মূল্যছাড়।

(ঢাকাটাইমস/১৮মে/কেএম)