প্রেস বিজ্ঞপ্তি

‘সেফ লাইফ সার্জিক্যাল মাস্ক’ আনল মিনিস্টার

স্বাস্থ্য প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২০, ২১:২৭

বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড দেশেই তৈরি করছে ৯৫%+ ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ‘মিনিস্টার সেফ লাইফ সার্জিক্যাল মাস্ক’।

সম্প্রতি এফবিসিসিআই এর কার্যালয়ে ‘মিনিস্টার সেফ লাইফ সার্জিক্যাল মাস্ক’এর উদ্বোধন করেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক এম এ রাজ্জাক খান (রাজ)।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক সজিব এবং মুনির হোসেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) বাতাসেও ভেসে থাকতে পারে এবং মানুষকে সংক্রমিত করতে পারে। এই সংক্রমণ ঠেকাতে বিশ্বের বহু দেশের পাশপাশি বাংলাদেশেও মাস্ক ব্যবহৃত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন মাস্ক ব্যবহারের ফলে বায়ুদূষণ, হাঁচি বা কাশি থেকে এবং হাত থেকে মুখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তবে বর্তমানে ভালমানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। এজন্যই মিনিস্টার দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কথা ভেবে এই সার্জিক্যাল মাস্ক উৎপাদন শুরু করেছে।

এ প্রসঙ্গে এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টারের তৈরি এই সার্জিক্যাল মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘এই সময়ে নিজেদেরকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে’।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর পরিচালক এম এ রাজ্জাক খান (রাজ) বলে, ‘দেশে ভালমানের মাস্কের সরবরাহ কম থাকায় মিনিস্টার এই মাস্ক উৎপাদন করছে এবং নিজেদের কারখানায় বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত এই মাস্ক ৯৫%+ ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। যেহেতু এই ভাইরাস নিঃশ্বাসের মাধ্যমেও ছড়ায় তাই এই মাস্ক ব্যবহার করোনা সংক্রমণের ঝুঁকি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখবে’।

(ঢাকাটাইমস/১৮মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :