বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ ১০ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ১৯ মে ২০২০, ০০:৫৭

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় চিকিৎসক, পুলিশ, কারারক্ষীসহ নতুন করে আরো ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। সোমবার রাত ৯টায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবারের ১০ জন করোনা রোগী নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে। তবে এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। 

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাওয়া ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের একজন রেজিস্ট্রার, কাহালু থানার একজন পুলিশ সদস্য মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এক সদস্য, বগুড়া জেলা কারাগারের একজন কারারক্ষী, বগুড়ার শেরপুরের এক ক্লিনিক কর্মচারী, গাজীপুরের টঙ্গী থেকে আসা সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের  এক ব্যক্তি রয়েছেন।

এদিকে বগুড়া শহরের ফুলতলা এলাকার ঢাকা ফেরত করোনায় আক্রান্ত এক ব্যক্তি সোমবার সুস্থ হয়ে উঠেছেন।

(ঢাকাটাইমস/১৯মে/কেএম)