যশোরে ৩৫ প্রবেশদ্বারে চেকপোস্ট

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০২০, ১৯:৩২

যশোর শহর, শহরতলী এবং জেলার প্রবেশদ্বারে প্রায় ৩৫টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। করোনার কারণে যশোর শহর ও জেলায় যাতে বাইরে থেকে আসতে না পারে তার জন্য এ চেকপোস্ট বসানো হয়েছে। এ আদেশ অমান্য করায় প্রায় ১০০ মামলা দেয়া হয়েছে।

জনসাধারণে অবাধ চলাচল থেকে বিরত রাখার জন্য যশোর শহরের চাঁচড়া, মুড়লি, মনিহার, খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, আরবপুর, দড়াটানা এবং যশোর নড়াইল রোডে, যশোর খুলনা রোড, যশোর সাতক্ষীরা রোডের প্রায় ৩৫টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ গোলাম রব্বানী শেখ এ চেকপোস্টের তদারকি করছেন। মঙ্গলবার তিনি দড়াটানায় তদারকি করেন।

তিনি জানান, যশোর শহর, শহরতলী ও জেলার সীমান্তবর্তী স্থানে চেকপোস্ট বসিয়ে অবাধে যাতায়াত বিরত করানো হচ্ছে। অবৈধ যাতায়াত করায় প্রায় ১০০টি মামলা দেয়া হয়েছে।

যশোর পুলিশ যশোরকে করোনামুক্ত করতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, খুব প্রয়োজন না হলে বাইরে বের না হয়ে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :