ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সারাদেশে ৪০৪২ জনের জামিন

প্রকাশ | ১৯ মে ২০২০, ২০:১৭ | আপডেট: ১৯ মে ২০২০, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে সারাদেশের অধস্তন আদালতসমূহে ৬ হাজার ৫১৬টি জামিন আবেদনের উপর শুনানির পর ৪ হাজার ৪২ আসামির জামিন মঞ্জুর  হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব আদালত বন্ধ ঘোষণার পর গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সে নির্দেশ অনুসারে গত ১২ মে সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, ১৩ মে ১ হাজার ১৮৩টি আবেদনের শুনানি নিয়ে ১ হাজার ১৩ জন, ১৪ মে ১ হাজার ৮২১, ১৭ মে ৩ হাজার ৪৪৭ জন এবং গত ১৮ মে ৩ হাজার ৬৩৩ আসামিকে জামিন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকাটাইমস/এআইএম/১৯মে/ইএস)