ঝালকাঠিতে মৃত পোশাককর্মীর করোনা শনাক্ত

প্রকাশ | ১৯ মে ২০২০, ২১:৫৪

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠিতে মৃত্ পোশাক শ্রমিকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। ১৭ মে সকালে জেলার নলছিটি উপজেলার নাঙ্গুলী এলাকায় নিজ বাড়িতে উপসর্গ নিয়ে তসলিম উদ্দিন খান (৩৯) নামে ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এটিই এ জেলায়  করোনায় প্রথম মৃত্যু।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিউলি পারভীন।

তিনি জানান, রিপোর্ট পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন মৃত ওই পোশাককর্মীর বাড়িটি লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে তার পরিবারের নয়জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

পরিবার জানায়, তসলিম উদ্দিন নারায়ণগঞ্জের পোশাক কারখানায় কর্মরত ছিলেন। গত ১৪ মে তিনি বাড়ি ফেরেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল জানান, প্রচন্ড শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে স্বাস্থ কমপ্লেক্সে এলে ১৫ মে ওই পোশাককর্মীর নমুনা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। তবে রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্যানুযায়ী এ জেলায় এখন পর্যন্ত ২৪ জনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন।

ঢাকাটাইমস/১৯মে/পিএল