ভৈরবের সেই মৎস্য ব্যবসায়ী করোনায় আক্রান্ত ছিলেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০২০, ২২:৫১ | প্রকাশিত : ১৯ মে ২০২০, ২২:৪৩

কিশোরগঞ্জের ভৈরবে উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া অমিয় চন্দ্র দাস নামে সেই মৎস ব্যবসায়ী করোনায় আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এটিই এ উপজেলায় করোনায় প্রথম মৃত্যু। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ওই মৎস ব্যবসায়ী পৌর শহরের পুলতাকান্দা এলাকায় মৎস্য ব্যবসা করতেন। তিনি জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৪ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠায়। পরদিন মুমূর্ষু অবস্থায় তাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৬ জন।

ঢাকাটাইমস/১৯মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :