জামালপুরে ধান ক্রয়ে ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন

প্রকাশ | ১৯ মে ২০২০, ২৩:১৩

জামালপুর প্রতিনিধি, ঢাকটাইমস

জামালপুরে বোরো ধান ক্রয়ে ডিজিটাল পদ্ধতিতে কৃষকের তালিকা প্রকাশ করেছে সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩৪৮৫ জন কৃষককে নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, সদর উপজেলার ৪৩২২৪ জন কৃষকের আবেদন যাচাই বাছাই শেষে ৩৯১৫৭ জন কৃষক লটারিতে অংশগ্রহনের সুযোগ পান। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৪৮৫ জন কৃষকের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ২২৬২ জন ক্ষুদ্র, ৮৪৭ জন মাঝারি ও ৩৭৬ জন বড় কৃষক। ২৬ টাকা দরে ক্ষুদ্র কৃষক ১০০০ কেজি, মাঝারি কৃষক ১৬০০ কেজি ও বড় কৃষক ২০০০ কেজি ধান বিক্রির সুযোগ পাবে। তাদের থেকে মোট ৪৫২০ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে। চলতি বোরো মৌসুমে জেলা থেকে ২২৬৭১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ, সিংহজানী খাদ্য গুদামের সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান খান।

ঢাকাটাইমস/১৯মে/পিএল